g ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো, কোচ জিদান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো, কোচ জিদান

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৪, ২০১৭
news-image

---

ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে তিনি পাঁচবার এই খেতাব জয় করলেন। এর আগে এই রেকর্ড ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। রোনালদো বার্সেলোনার তারকা মেসির সেই রেকর্ড স্পর্শ করলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা ফুটবলার হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। তিনি লিওনেল মেসি ও ব্রাজিলের তারকা নেইমারকে পিছনে ফেলে এই খেতাব জয় করেন।

এর পাশাপাশি এদিন ফিফার বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার জিতে নেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। ফরাসি এই কোচ পেছনে ফেলেছেন চেলসি-কোচ আন্তনিও কোন্তে এবং জুভেন্টাসের কোচ মাসমিমিলিয়ানো আল্লেগ্রিকে।

‘দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড-২০১৭’ এর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন। ইটালির এই তারকার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস এবং বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।

এ ছাড়া এবার ফিফা’র বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন বার্সেলোনার ডাচ উইঙ্গার লিকে মার্টেনস। এই বিভাগে কাতালান তারকার সঙ্গে প্রতিযোগিতা করেছেন সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান তারকা ডেয়না কাসতেলানোস ও ম্যাচচেস্টার সিটির মার্কিন মিডফিল্ডার কার্লি লয়েড।

সেরা নৈপুণ্যের গোলের জন্য ফিফার বর্ষসেরা গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ ক্লাব আর্সেনালের তারকা অলিভিয়ার জিরুদ। ফরাসি ফরোয়ার্ডকে এ বছরের প্রথমদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘স্করপিওন কিক’ করে গোলের জন্য এ পুরস্কার দেওয়া হয়। তিনি পেছনে ফেলেছেন মার্কিন ফুটবল লিগে সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান নারী ফুটবলার ডেইনা কাস্তেইয়ানোস ও দক্ষিণ আফ্রিকার বারোকা ক্লাবের অসকারিন মাসুলুকো।