g আত্মসমর্পণ করলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী গুলশান থানায় করা মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। এর আগে ওই মামলায় গত রোববার ও সোমবার আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

পৃথক আদেশে ঢাকার দুটি আদালত এ পরোয়ানা জারি করা হয়। ওই মামলার অন্য আসামিরা হলেন বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাফাত আহমেদের দুই চাচা গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

উল্লেখ্য, চোরাচালানের মাধ্যমে প্রায় ১৫ দশমিক ৩ মণ স্বর্ণ ও সাত হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার এবং এসব মূল্যবান সামগ্রী কর নথিতে গোপন রাখায় আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ১২ আগস্ট পাঁচটি মামলা হয়। রাজধানীর গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা পূর্ব থানায় এসব মামলা করে শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর