g ইংরেজি ক্লাস ইংরেজিতেই নিতে হবে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ইংরেজি ক্লাস ইংরেজিতেই নিতে হবে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৮, ২০১৭

---

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ইংরেজির ক্লাস ইংরেজিতেই নিতে নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতে পরিচালনা করা হয় না। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের ইংরেজি ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়, শিক্ষকরা ক্লাসে দুটি করে নৈতিক বাক্য ব্যাখ্যা করবেন। যাতে শিক্ষার্থীরা তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। অ্যাসেম্বব্লিতে দুটি করে নৈতিক বাক্য পাঠ করবে। প্রতিষ্ঠানের দেয়ালে নৈতিক বাক্য লিখতে হবে।

এছাড়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা, ইন-হাউস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাঙ্গনকে সবুজায়ন করা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতে নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে।

এ জাতীয় আরও খবর