মিয়ানমার সরকারের ‘দমননীতির’ নিন্দা জানাল সৌদি আরব
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৪, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমার সরকারের ‘দমন নীতির’ কড়া সমালোচনা করেছে ইসলামের সূতিকাগার সৌদি আরব।
গতকাল শনিবার জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ‘রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমার সরকার যে দমননীতি এবং জোরপূর্বক উচ্ছেদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, আমার দেশ তা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।’
গত ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের আক্রমণের জেরে মিয়ানমার সরকারের দমন-নির্যাতনের ফলে — যেটিকে জাতিসংঘ জাতিগত নিধনযজ্ঞ আখ্যা দিয়েছে — দেশটি থেকে পালিয়ে আসা ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ও দাতব্য সংস্থাগুলো।