দেশে ফিরেছেন প্রধান বিচারপতি
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৪, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : জাপানে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর জাপান যান তিনি। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করনে প্রধান বিচারপতি।

মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো : প্রধানমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এগিয়ে বাংলাদেশ

রোহিঙ্গাদের ত্রাণবহর ঠেকাতে পেট্রলবোমা!
বৃষ্টি-বন্যায় বেহাল সড়কের হাল ফেরাতে চাই ‘২০০ কোটি টাকা’


প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : সেতুমন্ত্রী
