g উ.কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমানের মহড়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

উ.কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমানের মহড়া

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৪, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে মহড়া দিয়েছে মার্কিন বোমারু বিমান। ট্রাম্প ও কিমের পরমাণু ইস্যুতে কাদা ছোড়াছুড়ির মধ্যেই শনিবার আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে মহড়া দিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এতে পিয়ংইয়ং আবারও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ তৈরি হয়। এর পরই সামরিক শক্তির এই মহড়া দেয় যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, তা দেখানোর জন্যই এটা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নিজেদের ভূখণ্ডে এবং আমাদের মিত্রদের ওপর যেকোনো হুমকি মোকাবেলায় আমরা পূর্ণমাত্রায় সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি। ’

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সরকারপ্রধানের পরস্পরবিরোধী বিদ্বেষমূলক ও উত্তপ্ত কথা-চালাচালির মধ্যেই এই বিমান মহড়া চালাল যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতিসংঘে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, তিনি ‘আত্মঘাতী মিশনে’ রয়েছেন। অন্যদিকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে উদ্দেশ করে বলেন, ‘তিনি আত্মঘাতী মিশনের রকেটম্যান’। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।

এ জাতীয় আরও খবর