রোহিঙ্গা শরণার্থীদের জন্য সউদি আরবের ১৫ মিলিয়ন মার্কিন ডলার
---
আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের বর্বর নিপীড়নে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সউদি আরবের বাদশাহ সালমান ১৫ মিলিয়ন (দেড় কোটি) মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।
সউদি রাজদরবারের উপদেষ্টা এবং কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক-এর জেনারেল সুপারভাইজর ড আব্দুল্লাহ আল-রাবীয়াহ এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক-এর একটি বিশেষজ্ঞ টিম আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে যাত্রা করবে। তারা সেখানে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যালোচনা করে দেখবেন যে তাদের এই মুহূর্তের প্রয়োজনসমূহ কী কী, এছাড়া রিলিফ, মানবিক সাহায্য ও আশ্রয়স্থল ইত্যাদি ক্ষেত্রে কী কী লাগতে পারে।
আল-রাবীয়াহ বলেন, বাদশহ’র নির্দেশে কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউমানিটারিয়ান ওয়ার্ক বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে এবং আরো কয়েকটি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। সূত্র : সউদি গেজেট