g মিয়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ফান্দাউকে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ফান্দাউকে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৮, ২০১৭

---
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়ন বন্ধের দাবিতে  নাসিরনগর উপজেলার  ফান্দাউক দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ আঞ্জুমানে   ইসলামী ছাত্রমহলের উদ্যোগে    এক বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর  আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে ফান্দাউক দরবার শরীফ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পীরজাদা  আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে যুব খাদিমুল ইসলামের সহ- সভাপতি  সৈয়দ জাকারিয়া আহমাদের পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে যুব খাদিমুল ইসলাম্  আমীর ও দরবার  শরীফের দ্বিতীয় পীরজাদা  সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল হোসাইনী,বাংলাদেশ আনজুমানে ইসলামী ছাত্রমহলের ভারপ্রাপ্ত সভাপতি  সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী,যুব খাদিমুল ইসলামের সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ আশরাফ হোসাইন শামীম প্রমূখ । সমাবেশে
বক্তারা মিয়ানমারের নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর