g বিজিএমইএ আরও এক মাস সময় পেল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিজিএমইএ আরও এক মাস সময় পেল

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : হাতিরঝিলে বেআইনিভাবে গড়ে তোলা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনটি ভাঙার জন্য আরও এক বছর সময় চেয়ে যে আবেদন করেছে। আপিল বিভাগে তাদের সেই আবেদনের শুনানি হবে আগামী ৫ অক্টোবর।

ফলে আরও প্রায় এক মাস সময় পেল বিজিএমইএ। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিজিএমইএ-এর আবেদন শুনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানির জন্য এই দিন ঠিক করে দেন।

কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ এর আগে তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলেছিল। সোমবার সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আরও এক বছর সময় চেয়ে গত ২৩ অগাস্ট এই আবেদন জমা দেয় বিজিএমইএ।

বিজিএমইএ-এর পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী চেম্বার আদালতে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ইমতিয়াজ মঈনুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ইমতিয়াজ মঈনুল ইসলাম জানান, উচ্চ আদালতে বর্তমানে অবকাশ চলায় চেম্বার আদালত ছুটির পরে শুনানির তারিখ ঠিক করে দিয়েছে। এর ফলে ভবন ভাঙতে আপিল বিভাগের নির্ধারণ করে দেওয়া সময়ের পরও আরও প্রায় এক মাস সময় পেল বিজিএমইএ।

এ জাতীয় আরও খবর