g ভারি বষর্ণ হবে আগামী ২৪ ঘণ্টা, ভূমিধসের শঙ্কা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারি বষর্ণ হবে আগামী ২৪ ঘণ্টা, ভূমিধসের শঙ্কা

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্কতা বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এতে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

একই সঙ্গে পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবনতা অব্যহত থাকতে পারে। তবে পরের ৫ দিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এ জাতীয় আরও খবর