টেস্ট র্যাংকিংয়ে সাব্বির-মোস্তাফিজের উন্নতি
---
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটারের। তাদের মধ্যে সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান এগিয়েছেন চোখে পড়ার মতো।
শুক্রবার প্রকাশিত নতুন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে সাব্বির-মোস্তাফিজের সঙ্গে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের। নিজ নিজ ক্ষেত্রে পারফরম্যান্স করে এ পুরস্কার পেয়েছেন তারা।
চাপের মুখে ৬৬ ও ২৪ রানের ইনিংস খেলে সাব্বির এগিয়েছেন ২২ ধাপ। ব্যাটসম্যান র্যাংকিংয়ে এখন তার অবস্থান ৭৩ নম্বরে। বোলার র্যাংকিংয়ে মোস্তাফিজ এগিয়েছেন ১২ ধাপ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট ও শেষ ইনিংসে একটি উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার। র্যাংকিংয়ে তিনি জায়গা করে নিয়েছেন ৪৩ নম্বরে।
চট্টগ্রামে ৬৮ ও ৩১ রান করে ব্যাটসম্যান র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। ক্যারিয়ার সেরা ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে বাংলাদেশের অধিনায়ক। বোলার র্যাংকিংয়ে মোস্তাফিজের সঙ্গে এগিয়েছেন মিরাজ। এ স্পিনার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। এক ধাপ এগিয়ে মিরাজের র্যাংকিং ২৯ নম্বরে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিওন ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চট্টগ্রামে। ১৫৪ রান দিয়ে ১৩ উইকেট গেছে তার দখলে। এতে বোলার র্যাংকিংয়ে প্রথমবার শীর্ষ দশে ঢুকেছেন তিনি। ৯ ধাপ এগিয়ে এখন লিওন ৮ নম্বরে। ম্যাচের সর্বোচ্চ ১২৩ রান করে ডেভিড ওয়ার্নার এক ধাপ এগিয়ে ব্যাটসম্যান র্যাংকিংয়ের পাঁচে। গ্লেন ম্যাক্সওয়েল ১৬ ধাপ উন্নতি করেছেন, অবস্থান করছেন ৮৮ নম্বরে।
অবশ্য অস্ট্রেলিয়া শেষ টেস্ট জিতলেও দলীয় র্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে। এখন তারা পাঁচ নম্বরে। বাংলাদেশ ৫ রেটিং পয়েন্ট পেলেও ৯ নম্বরেই আছে।