রাম রহিম সিংয়ের সাজায় বিস্ফোরক প্রতিক্রিয়া রামদেবের
AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৯, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় ২০ বছরের জেল এবং ৩০ লাখ টাকা আর্থিক জরিমানার রায় ঘোষণা করে ভারতের সিবিআই আদালত। আর এই রায়ের পরই ভারতীয় আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস জ্ঞাপন করলেন যোগগুরু রামদেব।
রাম রহিম সিংয়ের সাজায় এক প্রতিক্রিয়াই রামদেব জানিয়েছেন, “আইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না”। এদিকে রাম রহিম সিংয়ের সাজার রায়কে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন প্রয়াত সাংবাদিক রাম চন্দ্রের ছেলে অংশুল ছত্রপতি। উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক রাম চন্দ্রই প্রথম ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিংয়ের কুকীর্তির খবর ফাঁস করেছিলেন।