g ২২ গজের জন্যই সাকিবের জন্ম : মাশরাফি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

২২ গজের জন্যই সাকিবের জন্ম : মাশরাফি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

একসঙ্গে অনেক ম্যাচজয়ের সাক্ষী তারা। দলের বিপর্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। তারা হলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বিশ্বসেরাদের প্রশংসায় ভাসছে টিম টাইগার।

এই দলের সঙ্গী নন মাশরাফি। তাই বলে তার সহকর্মীদের জয়ে কী তিনি বসে থাকবেন! অবশ্য না। তাই তো সবার প্রশংসা করলেন নাম ধরে ধরে।

পায়ের সমস্যার কারণে টেস্ট খেলেন না মাশরাফি। যদিও দীর্ঘ পরিসরের এই আসর থেকে এখনও আনুষ্ঠানিক বিদায় নেননি দেশসেরা এই পেসার।

তবে কিছুদিন আগে টি২০ থেকে বিদায় নেন মাশরাফি।

বুধবার সফরকারী অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব, তামিম, মিরাজ, তাইজুল ও মুশফিক।

তামিমের প্রশংসা করে ফেসবুকে মাশরাফি লেখেন, তামিম, তুমি একজন ব্রিলিয়ান্ট। বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে তুমি একজন।

তিনি আরও লেখেন, তাইজুল, দুর্দান্ত বোলিং। মিরাজ ইউ রকড। মুশফিকের ইনিংসটি ছোট হলেও ছিল খুবই কার্যকর। অন্যরাও ভালোভাবেই দলকে সাপোর্ট দিয়েছে।

সাকিবকে নিয়ে মাশরাফি লেখেন, সাকিব, তুমি একটা জীবন্দ কিংবদন্তি। যখন তুমি লড়াই করো তখন আর কেউ তোমার মতো লড়াই করতে পারে না। ২২ গজের জন্যই তোমার জন্ম।

সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি।