g বাংলাদেশের জয়ে বিশ্বসেরাদের টুইটারে প্রতিক্রিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশের জয়ে বিশ্বসেরাদের টুইটারে প্রতিক্রিয়া

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

 

স্পোর্টস ডেস্ক :টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে ভর করে একদিন আগেই প্রথম টেস্টে ২০ রানের জয় পেয়েছে টাইগাররা। টাইগারদের এ জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট ব্যক্তিত্বরা জানিয়েছেন শুভেচ্ছা।

ভারতীয় ক্রিকেট ইশ্বর শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ঘটনা তুলে আনেন শচীন। তিনি লিখেন, ‘২ দিনে ২টি আপসেট। বাংলাদেশের পারফরম্যান্স অনুপ্রেরণাদায়ক। টেস্ট ক্রিকেটের সমৃদ্ধি হচ্ছে।‘

বিরেন্দর শেবাগ লিখেন, ‘বাহ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে এক বিশেষ প্রচেষ্টা ছিল।’ নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম অভিনন্দন জানান বাংলাদেশকে। তিনি লিখেন, ‘দুই দিনে দুইটি দারুণ টেস্ট। এটিই দেখিয়ে দেয় কেন টেস্ট ক্রিকেট সবার ওপরে। অভিনন্দন বাংলাদেশ।’

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আরনোল্ড লিখেন, ‘সাবাশ বাংলাদেশ। এমন দুর্দান্ত টেস্ট জয়ে অভিনন্দন এবং দারুণ লড়াই করেছ। তোমাদের জয়ে খুব খুশি।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন এটি বাংলাদেশের জন্য এক বিশেষ জয়। তিনি লিখেন, ‘এ বিশেষ বিজয়ে বাংলাদেশকে অভিনন্দন। ১০৭ রান প্রয়োজন ছিল আর ৮৬ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিল। গত দুই দিনে দুইটি দারুণ টেস্ট শেষ হল। এমন টেস্ট দেখতে পারা উপভোগ্য।’

সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে টুইট করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এছাড়া নানান দেশের ক্রিকেট ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। তাদের কাছে টেস্টে বাংলাদেশ এখন উঠতি শক্তিশালী দল।

এ জাতীয় আরও খবর