g কর্মব্যস্থ আশুগঞ্জের কামার শিল্প কারিগররা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

কর্মব্যস্থ আশুগঞ্জের কামার শিল্প কারিগররা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

আশুগঞ্জ প্রতিনিধ : ঈদের মাত্র বাকি আর দুই দিন যতই দিন যাচ্ছে ততই কর্ম ব্যস্থতা বাড়ছে বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামার শিল্প কারিগরদের । বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও কুরবানির ঈদকে সামনে রেখে সব কামার কারিগরাই কর্ম ব্যস্থ হয়ে পড়ে। আশুগঞ্জে এ পেশার সঙ্গে জড়িত অনেক কামার শিল্প কারিগর। কামারশালায় দিনরাত পাকা লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন কোরবানীর জন্য ব্যবহৃত দা, ছুরি, ছাকু, টাস্কাল, কুড়াল, হান্দাসহ বিভিন্ন যন্ত্রপাতি। কামারশালা থেকে পাইকারি ক্রয় করে হাটে বাজারে বেচাকেনা করছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন এখনও বেচাকেনা জমে না উঠলেও, বিক্রয় বাড়বে বলে আশা করছেন তারা।

আশুগঞ্জের কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় কুরবানির ঈদে তাদের তৈরি যন্ত্রপাতির চাহিদা ও বেচাকেনা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু এ বছর গত বছরের চেয়ে চাহিদা কম। এসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাইকারি ভাবে বিক্রয় করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর