g ‘জঙ্গি’ আলমের স্ত্রীকে রিমান্ডে নিয়েছে ডিবি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

‘জঙ্গি’ আলমের স্ত্রীকে রিমান্ডে নিয়েছে ডিবি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়িতে বিস্ফোরণে নিহত আলম প্রামাণিকের স্ত্রী পারভীন আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আমির উদ্দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আসামিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৭ আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার কাশর এলাকায় ভাড়া বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন আলম প্রামাণিক।

ঘটনার পর আলম প্রামাণিকের স্ত্রীকে দুই সন্তানসহ আটক করে পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিমুদ্দিন, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে আটক করা হয়।

পরে এ ঘটনায় ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মণ বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন।