g ছয় দিনে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ছয় দিনে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর গত ছয় দিনে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র ক্রিস লম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত রাতের (মঙ্গলবার) হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অনুযায়ী, ১৮ হাজার ৫০০ লোক সীমান্ত পাড়ি দিয়েছে।’

তবে এটি পরিপূর্ণ সংখ্যা নয় উল্লেখ করে লম বলেন, প্রকৃত সংখ্যাটা পাওয়া বেশ কঠিন। কারণ যারা পালিয়ে আসছেন তাদের অনেকে হয়তো বাংলাদেশে নিজেদের নাম নথিভূক্ত করছেন না।

তিনি বলেন,‘আমরা জানি সীমান্তে আরো অনেক লোকজন আটকা পড়ে আছে। তবে তাদের সংখ্যা আমরা জানি না।’

প্রসঙ্গত, পুলিশ চৌকিতে হামলার অজুহাত তুলে গত সপ্তাহে রাখাইনে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। এ অভিযানে এ পর্যন্ত ১১০ জন রোহিঙ্গা নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেনাদের হত্যা-নির্যাতন থেকে বাঁচতে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে একইভাবে রোহিঙ্গা নিধন অভিযানে নেমেছিল সেনাবাহিনী। ওই সময় প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

 

এ জাতীয় আরও খবর