মুক্তামণির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু
---
নিউজ ডেস্ক : রক্তনালী টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির (১২) দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার শুরু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল এ তথ্য জানান। সাতক্ষীরা সদর উপজেলার কামার বাউসা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামণি।
জন্মের দেড় বছর পর তার হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর তা বাড়তে থাকে। আক্রান্ত ডান হাতটি কোল বালিশের মতো ফুলে ওঠে। একপর্যায়ে তাতে ইনফেকশন হয়।
এরপর ১১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।।