হজব্রত পালনে মক্কায় সমবেত ২০ লাখ মুসলিম
---
আন্তর্জাতিক ডেস্ক :পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সারা পৃথিবী থেকে ২০ লাখ মুসলিম জড়ো হয়েছে সৌদি আরবের মক্কা নগরীতে। দেশটির প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের হাজিরাও চলতি বছর হজ পালন করতে মক্কায় পৌঁছেছেন। এছাড়া সৌদি আরবসহ প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে কাতারের চলমান বিরোধ এবং ইরাক ও সিরিয়ায় আইএস পরাজিত হতে যাচ্ছে- এমন প্রেক্ষাপটেই এই হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইন্দোনেশিয়া থেকে হজ করতে যাওয়া ৪৭ বছরের অ্যানি বলেন, ‘আমি খুবই খুশি। কারণ অনেক মানুষই এই জায়গাটায় আসার স্বপ্ন দেখে। যখন হজ শেষে আমরা ফিরে যাই, তখন নিজেকে অনেক বেশি ধার্মিক বোধ করি।’
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এবং হজেও প্রতিবছর সবচেয়ে বেশি হাজি যায় এই দেশটি থেকে। এই নারী হাজি আরো বলেন, ‘প্রথমবার হজ করার পর থেকেই আমি দ্বিতীয়বার এখানে আসার কথা ভাবছি।’
ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হজ। সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সৌদি আরবের হজ ও ওমরা বিভাগের পরিচালক আবদেল মজিদ মোহাম্মদ আল আফগানি বলেন, ‘এ বছর ২০ লাখ হাজি হজ করতে আসবে বলে আমরা আশা করছি।’
গত বছর এক পদদলনের ঘটনায় প্রায় ২ হাজার ৩০০ হাজি নিহত হওয়ার পর হজে অংশ নেয়নি ইরানি হাজিরা। ওই মৃত হজযাত্রীদের মধ্যে ৪৬৪ জনই ছিল ইরানি হাজি। ওই ঘটনার জন্য রিয়াদকে দায়ী করে ইরান।