g ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসি নিহতের ঘটনায় ৩৪ জনের নামে  হত্যা মামলা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৫শে আগস্ট, ২০১৭ ইং ১০ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসি নিহতের ঘটনায় ৩৪ জনের নামে  হত্যা মামলা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২০, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী এক যুবক নিহত হওয়ার ঘটনায়  দুই দিন পর সদর মডেল থানায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মা হাবিবা বেগম। আজ রবিবার সকালে মামলাটি গ্রহন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
মামলা অভিযোগ পত্র থেকে জানা যায় সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা এনামুল হক ওসমান এর বংশের সাথে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর বংশের লোকদের বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে  ওমর বংশের মালয়েশিয়া প্রবাসী উবায়দুল্লাহ বাড়ি থেকে দক্ষিণ পাড়ার দিকে আসলে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ এনামুল হক ওসমানসহ তার লোকজন তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।
মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা এনামুল হক ওসমানকে প্রধান আসামি করে মোট ৩৪ জনের বিরুদ্ধে এজার নামীয় ও বাকি ২০/২৫ জনকে অজ্ঞাত আাসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহত উবায়দুল্লাহ মা হাবিবা বেগম তার ছেলে হত্যার বিচার দাবি করেন।

এই ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর