g বাস উল্টে ক্ষেতে, শিক্ষার্থীসহ আহত ৩০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৯শে আগস্ট, ২০১৭ ইং ৪ঠা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাস উল্টে ক্ষেতে, শিক্ষার্থীসহ আহত ৩০

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৭, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : যশোর-ছুটিপুর সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাগমারায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী কলেজছাত্র ইমজামামুল হক ইমন জানান, ঘটনাস্থলে রাস্তার অবস্থা খুব খারাপ। বাসটি দ্রুত গতিতে চলছিল। এসময় রাস্তায় থাকা একটি গর্তের মধ্যে চাকা পড়লে বাসটি উল্টে ক্ষেতে চলে যায়। আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে ছুটিপুর থেকে একটি বাস যশোরের উদ্দেশে ছেড়ে আসে। ওই সময় আলিমন নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে শিক্ষার্থীদের অনেকে ওই বাসে চড়ে। কায়েমকোলা বাগমারা এলাকায় বাসটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ২৫ শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীদের বাড়ি যশোর সদর উপজেলার হালসা গ্রামে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহতদের চিকিৎসা চলছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

এ জাতীয় আরও খবর