g ভোলায় তিন জেলে অপহরণ, মুক্তিপন দাবি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভোলায় তিন জেলে অপহরণ, মুক্তিপন দাবি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১১, ২০১৭

---

ভোলা সদর উপজেলার মাঝেরচর সংলগ্ন পূর্ব মেঘনা নদী থেকে মাছ ধরার সময় তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহীনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ অপহরনের ঘটনা ঘটে। অপহরন হওয়া জেলেরা হলেন- মাইনউদ্দিন মাঝি, শফিক মাঝি ও হিরণ মঝি। পরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

স্থানীয় মাছ ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মত সকালে মাঝেরচর সংলগ্ন সংলগ্ন পূর্ব মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। সেখানে আগে থেকে ওত পেতে থাকা জলদস্যু বাহিনী অস্ত্র-সস্ত্র নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। এসময় ট্রলারে থাকা জেলেরা নদীতে ঝাপিয়ে পড়লেও জলদস্যুরা তিন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত দুই জেলেকে ছাড়তে দেড় লাখ টাকা মুক্তিপন দাবি করে।

এদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেঃ কমান্ডার ডিকসন চৌধুরী জানিয়েছেন, জলদস্যুদের হামলার ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি দল অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর