কসবার ঐতিহাসিক সিনাই নদী উদ্ধার
---
মাজহারুল করিম অভি : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি লে:কর্নেল শাহরিয়ার ও তার ভাই হেলাল খানের অবৈধভাবে দখলকৃত সিনাই নদীর উপর নির্মিত বিভিন্ন স্থাপনা ভেংগে মাটি খুড়ে সিনাই নদী উদ্ধারের কাজ শুরু করেছে কসবা উপজেলা প্রশাসন। কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম জানান, ইতোমধ্যে খাল উদ্ধার হয়েছে। আজ সকাল ৮টায় নদী উদ্ধারের কাজ শুরু হয়েছে।তিনি জানান ২৩ জুলাই থেকে দখলকৃত খাল উদ্ধারের কাজ শুরু হয়ে গত ৩০ জুলাই শেষ হয়। পরে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে ঐতিহাসিক সিনাই নদী উদ্ধার কাজ শুরু হয়।
কসবা উপজেলার গোপিনাথপুুর ইউনিয়নের চন্ডিদ্বার মৌজায় সাবেক ৪ দাগে ভূমির পরিমান ৬ একর ৮৯ শতাংশ এবং ব্রাহ্মণগ্রাম মৌজার সাবেক ২৫ দাগে ১ একর ৫৫ শতাংশ নদী উদ্ধারের কাজ চলছে। জেলা প্রশাসকের নির্দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি সার্ভেয়ার টিমের কাজ শেষ হবার পর এ উদ্বার কাজ শুরু হয়।
এদিকে শাহরিয়ার খানের ভাই হেলাল খানের বাড়ির পাকিস্তানী পতাকা খচিত অংশ নিজেরাই মুছে ফেলেছেন। সার্ভেয়ার টিমের সদস্য আলী মনসুর জানান দৃষ্টি নন্দন বিল্ডিং এর সামান্য অংশ নদীর দাগে রয়েছে। বাড়ির অভ্যন্তরে সুইমিং পুল, বৈঠকখানা, পার্ক, পুকুর ইত্যাদি জায়গাগুলো নদীর বক্ষে রয়েছে ।পুরো উচ্ছেদ কাজ শেষ করতে কয়েকদিন লাগবে বলে জানান হাসিনা ইসলাম।