ব্রাহ্মণবাড়িয়ায় গাইনী ও বন্ধ্যাত্ব বিষয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
---
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গাইনী ও বন্ধ্যাত্ব সহ জটিল রোগে ভোগা মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের টেংকের পাড় এলাকায় আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ টেস্টটিউব বেবীর প্রবর্তিকা ও ঢাকা পিজি হাসপাতালের গাইনী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার পারভীন ফাতেমার নেতৃত্বে ৫ সদস্যের একটি চিকিৎসক দল। সকাল থেকে শুরু হওয়া এ চিকিৎসা ক্যাম্প বিকেল ৫ টা পর্যন্ত চলবে। ক্যাম্পে দীর্ঘ সময় ধরে বন্ধ্যাত্ব সহ জটিল রুগে ভোগা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও প্রফেসর পারভীন ক্যাম্পে উপস্থিত সকল রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন।