উত্তর কোরিয়ার একগুঁয়ে নীতির প্রতি আবারো ট্রাম্পের হুঁশিয়ারি
---
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে বহুবছর ধরে চলে আসা মার্কিন ‘কৌশলগত ধৈর্য্য’ পরীক্ষা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে এক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা সবাই একইসঙ্গে একজন বেপরোয়া ও নিষ্ঠুর শাসকের হুমকি মোকাবেলা করে এসেছি। এখন আর কোনো ধৈর্য্য পরীক্ষা নয়। এখন নির্ধারিত প্রতিক্রিয়া জানানো সময় হয়েছে।’
তবে ট্রাম্পের এই ধরণের কথাকে পাশ কাটিয়ে গিয়ে মুন জায়ে ইন বলেছেন, আমাদের এখনই উচিত উত্তর কোরীয় নেতাদের সঙ্গে যথাসম্ভব আলোচনায় অংশ নেয়া। এছাড়া দক্ষিণ কোরিয়াও তার প্রতিবেশীদের সম্ভাব্য সকল হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা কার্যক্রম বাড়ানোর চিন্তা করছে। বিবিসি।