সোমালি শরণার্থীদের সঙ্গে ইফতার করলেন জাকারবার্গ
---
অনলাইন ডেস্ক : সোমালি মহিলা শরণার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসে ইফতার সারলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তবে সোমালি মহিলারা ফেসবুকের কর্ণধার সম্পর্ক কিছুই জানতেন না।
ইফতার শেষে মার্ক জাকারবার্গ শরণার্থীদের জানান, তিনি বিশ্বজুড়ে উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। জাকারবার্গ জানিয়েছেন, চলতি বছর প্রায় ৫০টি রাজ্যে তিনি উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করতে চলেছেন।
ইফতারের সোমালি মহিলাদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। যে পোস্টটা ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্টের মাধ্যমে মার্ক জাকারবার্গ ব্যাখ্যা করেছেন যে, আমি খুবই খুশি সোমালি মহিলা শরণার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসে প্রথম ইফতার সেরে।
তিনি এও জানান যে, সোমালি শরণার্থীরা যে ভাবে প্রতিনিয়ত লড়াই করে তাদের জীবন অতিবাহিত করে, তাতে তিনি খুবই অনুপ্রাণিত হন। তবে ২০১৩ থেকেই উদ্বাস্তুদের নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। এবং এর পাশাপাশি শরণার্থীদের নিয়ে বিশেষ প্রজেক্টের নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করতে চলেছেন।
 
        



 ব্ল্যাক হোল-সংক্রান্ত প্রাথমিক জ্ঞান
ব্ল্যাক হোল-সংক্রান্ত প্রাথমিক জ্ঞান
                





