বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

লাইভ প্রচারে জ্ঞান হারালেন নারী সাংবাদিক, ভিডিও ভাইরাল

AmaderBrahmanbaria.COM
জুলাই ২, ২০১৭

---

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। আর টেলিভিশন সাংবাদিকদের প্রায়ই লাইভ কোনও ঘটনা দর্শকদেরকে সামনে উপস্থাপন করতে হয়। অনেক ক্ষেত্রে যেখানে থাকে বিপদের সম্ভাবনাও।

সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। সংবাদ জানাতে জানাতে সংবাদের শিরোনাম হলেন এক নারী সাংবাদিক।

গত বুধবার পাকিস্তানের একটি চ্যানেলের সাংবাদিক ইরজা খান ক্রেনে চড়ে ক্যামেরার সামনে সংবাদ পরিবেশন করছিলেন। প্রায় ৩০ ফুট উঁচুতে ছিলেন তিনি। লাহোরের তেহরিক-ই-ইনসাফ দলের সমাবেশের খবর করছিলেন ইরজা। হঠাৎ করেই তার কথা জড়িয়ে আসে। হাত থেকে পড়ে যায় বুম। জ্ঞান হারিয়ে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।

নিচে দাঁড়ানো লোকজন ধরে নেন তাকে। পরে হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে পাকিস্তানি কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। যদিও পরে ইরজা খান তার ফেসবুক ও টুইটারে জানান তিনি বেঁচে আছে। তবে তিনি জ্ঞান হারিয়েছিলেন। এদিকে তার জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার সময়ে ধারণকৃত লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে।