শিগগিরই পৃথিবী ছাড়ুন : হকিং
---
প্রযুক্তি ডেস্ক : ধ্বংস অনিবার্য পৃথিবীর! সময় ফুরিয়ে আসছে দ্রুত! চাঁদ আর মঙ্গলই মানব সভ্যতার ‘নেক্সট ডেস্টিনেশন’! আগামী ৩০ বছরের মধ্যে চাঁদে ও ৫০ বছরের মধ্যে লাল গ্রহ মঙ্গলে আমাদের আবাস গড়ে তোলার জন্য হুশিয়ার করেছেন স্টিফেন হকিং। অন্তত আরও ১০ লাখ বছর টিকে থাকার জন্য চাদ আর মঙ্গলে পাড়ি জমানো অনিবার্য বলেই জানিয়েছেন তিনি। প্রবাদপ্রতিম পদার্থবিদ, কসমোলজিস্ট হকিং বলেছেন, আমি নিশ্চিত, হাতে আর খুব বেশি সময় নেই আমাদের। এই পৃথিবীটাকে আমাদের ছেড়ে অন্যত্র চলে যেতেই হবে। বেঁচে থাকার জন্য যেসব প্রাকৃতিক সম্পদ দরকার, তা খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। হকিং বলেছেন, আমাদের এই গ্রহের খুব কাছে থাকা (নিয়ার-আর্থ অবজেক্ট) গ্রহাণু বা অ্যাস্টারয়েড একের পর এক আছড়ে পড়তে চলেছে পৃথিবীর ওপর। এই পৃথিবীটাকে ধ্বংস হয়ে যাওয়ার রাস্তাগুলো আমরাই এত দিন ধরে তৈরি করেছি, করে চলেছি। আমাদের জন্যই উদ্বেগজনকহারে বদলে যাচ্ছে জলবায়ু। উত্তরোত্তর দুশ্চিন্তা বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে ‘জ্বর’ বাড়ছে পৃথিবীর। দুই মেরুর বরফ গলে যাচ্ছে অসম্ভব দ্রুতহারে। যথেচ্ছ বন কেটে ‘নির্বংশ’ করছি গাছপালা। তাতে ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র। বহু প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রজাতির উদ্ভিদ। এটা কোনো সায়েন্স ফিকশন নয়; সায়েন্স ফ্যাক্টস বা বৈজ্ঞানিক সত্য। পদার্থবিজ্ঞানের নিয়ম ও সূত্র সেটাই বলছে।’ ইতিহাস এভাবেই বাঁক নেয়, পথ বদলায়। সভ্যতাকে বাঁচানোর জন্য নতুন নতুন ঠিকানা খুঁজে নেয়, অতীতে বহুবার নিয়েছে। তাই ওই দুই ভিন মুলুকে গিয়ে আমাদের নতুন করে ইকো সিস্টেম গড়ে তুলতে হবে, সব প্রাণী, গাছপালা, জিন, বংশগতির ধারা, অ্যামিবা, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, পতঙ্গসহ বিবর্তনের যাবতীয় টুকরো-টাকরা স্মৃতিচিহ্ন নিয়ে!