বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে  আসতে হবে-পুলিশ সুপার

AmaderBrahmanbaria.COM
জুন ১৯, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিনিধি : শহরের ভাসমান পাঁচ শতাধিক পথশিশুদের নিয়ে ইফতার করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, আজকের এই শিশুরাই আমাদের ভবিষ্যত। তাই তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তিনি বলেন, শিশুদের সেবার মাঝে রয়েছে অন্যরকম সুখ। সকল শিশুকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সোপানুল ইসলাম, ড্রিম ফর ডিজএ্যাবেলিটি ফাউন্ডশনের সভাপতি মোঃ হেদায়েদুল আজিজ মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে
প্রায় পাঁচ শতাধিক পথ শিশু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর