‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থার সফল পরীক্ষা রাশিয়ার’
---
আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ বাড়ছে সামরিক উত্তেজনা! এরই মধ্যে রাশিয়ান সীমান্তে নজিরবিহীনভাবে শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। ন্যাটোর যেকোনো বাড়াবাড়ি রুখতে নতুন করে ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থার সফল পরীক্ষা চালাল রাশিয়া। আর তা সফল হয়েছে বলে দাবি রুশ সামরিক আধিকারিকদের।
পাশাপাশি, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে নয়া এই মিসাইল ডেস্ট্রয়ার হাতে আসার ফলে।
পরীক্ষায় ব্যবহৃত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় কাজাখিস্তানের সারি-শাগান টেস্টিং রেঞ্জ থেকে। রুশ বিমানমহাকাশ বা অ্যারোস্পেস বাহিনীর সিনিয়র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডার কর্নেল আদ্রেই প্রাইখোদকো বলেন, সফল ভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র সেনা এবং বিমানমহাকাশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী মস্কো এবং কেন্দ্রীয় শিল্প এলাকাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এটি।
মস্কোর আকাশসীমা প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে এ-১৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থা। ২০১৪ সাল থেকে নতুন এ-২৩৫ ব্যবস্থার পরীক্ষা শুরু করা হয়েছে।