আফগানিস্তানে প্রাদেশিক পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলা
---
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। রোববার সকালে পাকিতা প্রদেশের রাজধানী গার্দেজ শহরে এ হামলার ঘটনা ঘটে।
আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম হামলা হয়। ওই সময় গার্দেজ শহরে পুলিশ সদর দপ্তরের ফটকের সামনে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। এই বিস্ফোরণের পর ফটকের সামনে আরো চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত ও পাঁচজন আহত হয়েছে বলেও জানিয়েছেন দানিশ।
তবে শহরের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা পাঁচ পুলিশ সদস্যের মৃতদেহ পেয়েছেন। এছাড়া ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০জন বেসামরিক নাগরিক।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, হামলায় শতাধিক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।