‘ভূতে ধরেছে’ বলে তরুণীকে খাওয়ানো হলো গোবর
---
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের চাকুর শহরের ধনগড়ওয়াদি এলাকায় ‘ভূত’ তাড়াতে গোবর খাওয়ানো হয়েছে ১৭ বছরের এক তরুণীকে।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা জানায় পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ এলে ঘটনাটি জানাজানি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার দুই আত্মীয়ের ওপর অশুভ আত্মার প্রভাব আছে বলে অভিযোগ আনা হয়। প্রায়ই বাড়ির পুরুষদের সঙ্গে ঝগড়া করতেন বলে সবার এ ধারণা হয়। তখন পরিবারের সদস্যরা ওই তিনজনকে কর্ণাটক রাজ্যের বিদার জেলার এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়।
সেখানে গিয়ে প্রতিবাদ করে ওই কিশোরী। এতে তান্ত্রিক ওই কিশোরীর ওপর ক্ষেপে যান এবং তাকে বাঁধতে বলেন। এরপর তাকে শুদ্ধ করার নামে জোর করে মহিষের গোবর খাওয়ানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবর খাওয়ানোর পর ওই কিশোরী এক ব্যক্তির নাম বলে। তিনি ধনগড়ওয়াদি এলাকায় বিভিন্ন মানুষ ও পশুর ওপর কালো জাদু করেন বলে সবার কাছে পরিচিত। এরপরই সবার ধারণা হয়, ওই কিশোরীসহ তিন নারীর বর্তমান অবস্থার জন্য ওই ব্যক্তি দায়ী।
আসন্ন বিপদের কথা বুঝতে পেরে নিরাপত্তা চেয়ে গত রোববার পুলিশের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।