g ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন কেপলার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৩ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন কেপলার

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিং করল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে যেহেতু অল্প রান, তাই বোলিংটাও অসাধারণ কিছু হয়নি। দিনশেষে ভারতের বিপক্ষে জেতাও হয়নি তাদের। যাওয়া হয়নি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও।

দারুণ এক জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা দক্ষিণ আফ্রিকা পরের দুই ম্যাচে হেরে বিদায় নিল। বিষয়টি মানতে পারছেন না অনেক প্রোটিয়া প্রাক্তন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেপরাল ওয়েসেলস। তার মতে এবি ডি ভিলিয়ার্সের আর অধিনায়কত্ব করার প্রয়োজন নেই।

কেপলার বলেন, ‘অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে নির্দিষ্ট কিছু ম্যাচ খেলবেন। অন্য ম্যাচগুলোতে ভালো খেলবেন না। আসল কথা হচ্ছে ডি ভিলিয়ার্সকে সব আন্তর্জাতিক ম্যাচে পাওয়া যাবে না। যে যদি নির্দিষ্ট কিছু ম্যাচ খেলতে চায় এবং কিছু ম্যাচ খেলতে চায় না, তাহলে তাকে দলের বাইরে রাখা উচিত। সেক্ষেত্রে তার অধিনায়কত্ব করারও প্রয়োজন নেই।’

পাশাপাশি তিনি ভারতের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের ম্যাচ পরিকল্পনারও সমালোচনা করেন, ‘ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। যেখানে আমাদের সংগ্রহ খুব বেশি নয় সেখানে তার মতো বোলারকে শুরুতে বল করতে আনা হল না। তারপর হঠাৎ তাকে আনা হল। দুই ওভার বল করল। উইকেট পেল। এই ম্যাচে তার অধিনায়কত্ব আসলে ব্যাখ্যাতীত।’