g বস টু : জাজের আঙুল গুলজারের দিকে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৪ঠা আগস্ট, ২০১৭ ইং ২০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বস টু : জাজের আঙুল গুলজারের দিকে

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

বিনোদন প্রতিবেদক : পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের দিকে অনুমানের ওপর নির্ভর করে তীর ছুঁড়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত বস- টুকে যৌথ প্রযোজনার নীতিমালা অনুসরণ করা হয়নি উল্লেখ করে উপাত্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

কিন্তু জাজের অভিযোগ তাদের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জাজ ১৬ জন শিল্পীর নাম উল্লেখ করে বলেছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে । কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা ! তাহলে উনি কি চিনেও না চেনার ভান করেছে, জাজের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে । তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন । সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উনাকে প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়া। ‘

জাজের দাবি, বস টু যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে। কিন্তু শুধু মাত্র গুলজার সাহেবের অযোগ্যতা অথবা নিরপেক্ষহীনতার কারণেই এই চলমান সমস্যা তৈরি হয়েছে। নবাব সিনেমার ক্ষেত্রেও গুলজার সাহেব একই ঘটনা ঘটাবে। তাই সরকারের কাছে আবেদন, গুলজার সাহেব কে প্রিভিউ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হোক ।

জাজ স্যোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, ‘গত ঈদ এ শিকারি এবং বাদশা যেমন অনেক হল বন্ধ হওয়া থেকে রক্ষা করেছে তেমনি নবাব ও বস টু এই ঈদে মুক্তি না পেলে অনেক হল বন্ধ হয়ে যাবে। শুধু মাত্র নেতাগিরি করার জন্য দয়া করে হল বন্ধ করবেন না, হল বন্ধ হলে কিন্তু নেতাগিরি করার জায়গা থাকবে না।’