g জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আবেদন মঞ্জুর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৪ঠা আগস্ট, ২০১৭ ইং ২০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আবেদন মঞ্জুর

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

অনলাইন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় হাজিরা আদালতে গেছেন।বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে তিনি বিশেষ আদালতে পৌঁছান।এর পর তার আইনজীবীরা সময়ের আবেদন ও সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন । তবে অন্য ৫ সাক্ষীকে পুনরায় জেরার আবেদন খারিজ করেছেন। এর আগে বেগম খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড.আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।