শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো গাড়ি থেকে ৯০ কেজি গাঁজা

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া বর্ডার বাজার  এলাকা কুমিল্লা-সিলেট সড়ক থেকে  আজ বুধবার দুপুর সাড়েঁ ১১টার দিকে  জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি সাদা রংঙের প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-১১/৪০৫৫) থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের নেতৃত্বে এসব উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ প্রাইভেটকারের চালক অাল অামিনকে অাটক করেছে।তার বাবার নাম আলম মীর, জেলা পটুয়াখালী।
জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো.মফিজ উদ্দিন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিওিতে আমরা জানতে পারি যে, কসবা সীসান্তবর্তী এলাকার থেকে মাদক কারবারি হালিম মিয়া কাছ  গাজাঁ গুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া উপর দিয়ে যাবে তখন আমরা দুপুরে পৌর শহরের মর্ধ্য পাড়া নামক স্হানে একটি সন্দেহভাজন সাদা প্রাইভেট গতিরোধ করে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ৯০কেজি গাজাঁ উদ্ধার করি।এছাড়া  ভাড়া করা প্রাইভেটকারটিতে জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো হয়েছে। কারটি কসবার  থেকে গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিল।আটকৃত আসামী বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর