বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাভোগ শেষে দেশে ফিরে গেছে দুই ভারতীয় নাগরিক

AmaderBrahmanbaria.COM
মে ২৮, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরে গেছে ভারতীয় নাগরিক জয়ন্তি বিশ্বাস (৫০) ও তার ছেলে প্রান্তোষ বিশ্বাস। গতকাল শনিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে তাদেরকে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন স্থল বন্দর বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান, আইসিপি ক্যাম্প কমান্ডার এনামুল হক ইমিগ্রেশন কর্মকর্তা পিয়ার আহমেদ। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে জয়ন্তি বিশ্বাস ও তার ছেলে প্রান্তুষ বিশ্বাস। এসময় কুলাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ ১৬ মাস মৌলভী বাজার কারাগারে সাজা ভোগ শেষে মুক্তি পায় তারা। আখাউড়া স্থল বন্দর বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান জানান, সন্ধ্যায় ভারতীয় দুই নাগরিক কে বিএসএফ’র হাতে তুলে দেয়া হয়েছে। তাদের বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের করিমগঞ্জ বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর