মঙ্গলবার, ৩০শে মে, ২০১৭ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটারের ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে শোয়েব মালিক

AmaderBrahmanbaria.COM
মে ২৮, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক :৪ জুন এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।তাই এখন থেকেই ক্রিকেট পাড়ায় ঊর্ধ্বমুখী পারদ। তবে তার মাঝেই বিতর্ক উসকে দিলেন সানিয়া-পতি শোয়েব মালিক।

সম্প্রতি আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সমর্থকদের সঙ্গে ভিডিওতে লাইভ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শোয়েব মালিক। সেখানেই বিপত্তি, বাকের আলি নামে এক ক্রিকেট সমর্থক হঠাৎ তাঁকে (মালিক) জিজ্ঞাসা করে বসেন, ‘ভারতের সেরা বোলার কে?’ এমনই প্রশ্নের জবাবে বিতর্কিত উত্তর দেন শোয়েব। তিনি বলেন, ‘ভারতীয় দলের সেরা বোলার হল মহম্মদ সামি। কারণ ও মুসলিম বলে নয়, ওর বোলিং আমি দেখেছি এবং খেলেছিও। ওকে খেলা যথেষ্ট কঠিন।’
টুইট বার্তা
ক্রিকেটের মাঝে খামখা ধর্ম টেনে আনায় প্রবল সমালোচনার মুখোমুখি হন শোয়েব মালিক। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয় সমর্থক। রোশন তোদি নামের একজন লেখেন, ‘এরকম বিবৃতি অযাচিত ও প্ররোচনামূলক। এই কারণেই মানুষের মধ্যে বিদ্বেষ জন্ম নেয়।’

এরপর জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘সেকুলাররা অনেকেই ধর্মের বাইরে কিছু দেখতে চান না।’ অভিলাষ অধিকারী লেখেন, ‘শোয়েবের পুরো বক্তব্যের সঙ্গেই সহমত, ধর্ম প্রসঙ্গটি বাদ দিলে। নিজের পছন্দ জানানোর জন্য তাঁর ধর্ম উল্লেখ করা বাধ্যতামূলক নয়।’