বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

তিস্তা চুক্তি হবেই : আমু

AmaderBrahmanbaria.COM
মে ৭, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা চুক্তি হবেই।

রবিবার নরসিংদীর মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা যুব লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিগত বিএনপির সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আমির হোসেন আমু বলেন, আপনি খালেদা জিয়াতো দেশের দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন; তখন আপনি ফারাক্কা নিয়ে কথা বলার জন্য ভারতে গেছেন আর ফিরে এসে সাংবাদিকদের কাছে বলেন; ফারাক্কার কথা বলতে ভুলে গেছি, আর আপনারা আমাদের নিয়ে সমলোচনায় ব্যস্ত থাকেন!
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারতো মাত্র ১৩ বছর দেশ পরিচালনা করেছে। বাকী ২৭ বছরতো দেশে আরো সরকার ছিলো তারা দেশের জন্য কী কাজ করেছে জনগণ তা বলতে পারবেনা। বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, ক্ষমতায় এসেছে যুদ্ধাপরাধীরা, খুন হয়েছেন দেশের সেনা বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।

জেলা আওয়ামী যুব লীগের সভাপতি একরামুল ইসলামের সভাপতিত্বে যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বাধনী বক্তৃতা করেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামীর উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

শিল্পমন্ত্রী আরো বলেন, দেশে সাংবিধানিক শুন্যতা তৈরি করার জন্যই বিএনপি বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি, যারা নির্বাচনে অংশ নেয়নি তারা আবার বলে, নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা নির্বাচনে অংশ না নিয়ে কিভাবে বুঝলো নির্বাচন সুষ্ঠু হয়নি। দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর তার সাথে সাথে দেশ থেকে বিদায় হয়েছে হরতাল, অবরোধ, নৈরাজ্য আর সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ থেকে রাজাকারদের ফাঁসি কার্যকরের মাধ্যমে দেশ কালিমা মুক্ত হচ্ছে এটা এই শেখ হাসিনার অবদান। শুধু তাই নয়, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এতে করে বাংলার মানুষ এখন সুখের সাগরে ভাসছে। এখন বাংলাদেশ খাদ্য আমদানীর দেশ নয় এখন রফতনীর দেশ বাংলাদেশ। আমরা নিজস্ব অর্থায়নে পদ্ধাসেতু হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তৃতা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক), মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউসার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, শিবপুরের সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, পলাশের সাবেক এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার।