বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

এরশাদের জোটে যোগ দেয়নি প্রধান দুটি ইসলামী দল

AmaderBrahmanbaria.COM
মে ৭, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : এরশাদের নেতৃত্বে জাতীয় জোটে যোগ দেয়নি দুটি ইসলামী রাজনৈতিক দল। দল দুটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোট গঠনের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে ৪টি শরিক দলের নাম ঘোষণা করা হয়। সম্মিলিত জোটের শরিক দলে আছে ছোট-বড় ৫৮টি দল।

ইসলামি দুটি প্রধান দল জোটে না আসার বিষয়ে দলীয় সূত্রে জানা গেছে, দল দুটির সঙ্গে জাতীয় পার্টির কয়েকদফা আলোচনা হয়। চা চক্রের আয়োজন করে আলোচনায় বসে জাপা। শেষ পর্যন্ত জোটে আসতে রাজি হয়নি তারা।

তবে ওই দুটি দল জোটে আসবে এমন ইঙ্গিত দিয়ে সংবাদ সম্মেলনে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আজ যে দলগুলোর সমন্বয়ে জোট গঠন করা হলো এর বাইরে আরও দুটি নিবন্ধিত দলের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তারাও আমাদের জোটে অন্তর্ভূক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তে কথা জানিয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সুবিধা মতো সময়ে তারা জোটে আসবে বলে আশা করছি।’