বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ফ্রান্স নির্বাচন: ম্যাক্রো ও লি পেন শেষ দিনের প্রচারণায় ব্যস্ত

AmaderBrahmanbaria.COM
মে ৫, ২০১৭
news-image

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা করা দুই প্রার্থী রবিবারের নির্বাচনের আগে তাদের শেষ দিনের প্রচারণায় অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। খবর এএফপি’র।

মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোন ভোটারদের কাছে টানতে রোদেজ নগরীর দক্ষিণাঞ্চল সফর করছেন। জনমত জরিপে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন।

অপরদিকে ম্যাক্রোনের প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী মেরি লি পেন বৃহস্পতিবার ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলয় ব্রিটানিতে তার শেষ দিনের প্রচারণা চালানোই ব্যস্ত আছেন।

ক্যারিবিয়ানে ম্যাক্রোর একটি গোপন ব্যাংক একাউন্ট রয়েছে অনলাইনে এমন গুজব ছড়ানোর অভিযোগে তিনি একটি মামলা করেছেন। তিনি এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। এ দুই প্রার্থীর মধ্যে বুধবার সন্ধ্যায় চূড়ান্ত টিভি বিতর্ক চলাকালে লি পেন এমন অভিযোগের কথা বলেন।

উল্লেখ্য, বুধবার টেলিভিশন বিতর্কের পর বিএএমটিভি ও এল এক্সপ্রেস পরিচালিত পৃথক জরিপে দেখা যায় ৬২ শতাংশ ভোটার ম্যাক্রোকে এবং ৩৮ শতাংশ ভোটার লি পেনকে সমর্থন জানান। -বাসস।