g মুঠোফোন যখন কলা! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

মুঠোফোন যখন কলা!

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

---

অনলাইন ডেস্ক : টেকনোলজির যুগে একের পর এক দুর্দান্ত ফিচার আর লুকের ফোন বাজারে আসছে। কিন্তু যদি বলা হয় স্মার্টফোন নয় এখন থেকে ফোন হিসেবে ব্যবহার করতে হবে কলাকে। শুনে একটু চমকে উঠছেন! তবে এটা কোনো গালগল্প নয়। সত্যিকারের কলার মত দেখতে ফোন বাজারে আসছে। যা হবে হুবহু ‘কলা’ আকৃতির। আর তাই ফোনটির নামও রাখা হয়েছে ‘ব্যানানা ফোন’ অর্থাৎ কলা ফোন।

ফোনটি বাজারে আনতে ইন্ডিগোগো সাইটের মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করেছেন এর নির্মাতারা। মাত্র ৪০ ডলারে ফোনটির প্রি-অর্ডার দেওয়া যাবে। ব্যানানা ফোনের দাম এতো কম হওয়ার কারণ হচ্ছে, এটি আসলে পুরোপুরি ফোন নয়। এটি একটি ব্লুটুথ নির্ভর ডিভাইস। আপনি আপনার স্মার্টফোনকে ব্লটুথের মাধ্যমে এই ডিভাইসে কানেক্টেড রাখতে পারবেন। ফলে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে কানেক্টেড এই ব্যানানা ফোন দিয়েই আপনি কল রিসিভ করতে পারবেন।

আপনার স্মার্টফোনে কোনো কল আসলে তা আপনি ব্যানানা ফোন দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন। এই ডিভাইসটিতে মাত্র ৩টি বাটন রয়েছে, ভলিউম বাড়ানো, ভলিউম কমানো এবং কল রিসিভ করার জন্য হোম বাটন। এছাড়া ব্যানানা ফোন সিরি এবং অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করায়, ভয়েস কমান্ডের সাহায্যে কল করার জন্য স্মার্টফোনে নির্দেশ পাঠানো যাবে। ফোনটি দিয়ে টানা ১০ ঘণ্টা কথা বলা যাবে। এ বছরের সেপ্টেম্বরে ব্যানানা ফোন বাজারে নিয়ে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থাটি। ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যের ইতিমধ্যে ১০ হাজার ডলার সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন