সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাহুবলি-টু’
বিনোদন ডেস্ক : গত ২৮ এপ্রিল মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বাবাহুবলি-টু। মুক্তির পর থেকেই একের পর এক রকর্ড ভেঙে চলেছে এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি। এবার পিকে, দঙ্গল সিনেমাকে পেছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে বাহুবলি-দ্য কনক্লুশন।
বক্সঅফিসইন্ডিয়া ডটকমের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির মাত্র ছয় দিনে ভারত ও ভারতের বাইরে ৭৯২ কোটি রুপি আয় করেছে প্রভাস ও রানা দাগ্গুবতি অভিনীত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটি আয় করেছে ৩৭৫ কোটি রুপি।
প্রায় ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাহুবলি-দ্য কনক্লুশন। যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া জাপানিজ ও চাইনিজ ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। আরকা প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটিতে প্রভাস, রানা দাগ্গুবতি ছাড়াও অভিনয় করেছেন- আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।
এদিকে বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান প্রভাস। এ অভিনেতার পরবর্তী সিনেমা সাহো। ইউভি ক্রিয়েশন্সের প্রযোজনায় সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হবে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।