বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ফের পরমাণু অস্ত্র পরীক্ষা করল ভারত

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭

অনলাইন ডেস্ক : সীমান্ত ইস্যুতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। আর এরই মাঝে ফের একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল ভারত। বৃহস্পতিবার সকাল ১০ টা ২২ মিনিটে এই অগ্নি-২ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত। ওড়িশার উপকূলে এপিজে আব্দুল কালাম আজাদ আইল্যান্ড থেকে ছোঁড়া হয় ওই মিসাইল।

জানা গেছে, এই পরমাণু অস্ত্রের রেঞ্জ ২০০০ কিলোমিটার। এটি আকারে ২০ মিটার লম্বা, ওজন ১৭ টন। ১০০০ কেজি ওজনের গোলা-বারুদ নিয়ে ২০০০ কিলোমিটার গিয়ে আঘাত করতে পারে এটি। আরও আছে মোবাইল লঞ্চ ক্যাপাবিলিটি। এই মিসাইল তৈরি করেছে ডিআরডিও।

প্রসঙ্গত মাল্টি স্টেজিং, স্টেট অফ আর্ট কন্ট্রোল, ফ্লাইট ট্রায়াল সবটাতেই সফল হয়েছে অগ্নি-৩।