বৃহৎ সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার
---
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহৎ সামরিক শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। দিনটিকে ‘সূর্য দিবস’ হিসেবে পালন করে উত্তর কোরিয়া। শনিবার পিইংইংয়ের তেদং নদীর তীরে অসংখ্য সেনা ও শত শত ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে উত্তর কোরিয়া। আর এর মাধ্যমে দেশটির বর্তমান ক্ষমতাসীন নেতা কিম জং উন পরবর্তী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিন, উত্তর কোরিয়ার এই বিশাল সামরিক প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন।
তবে উত্তর কোরিয়ার শনিবারের বিশাল সামরিক শক্তি প্রদর্শনের ব্যাপারটিকে মার্কিন বাহিনীর প্রতি চরম উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেশী দেশ চীনও এ ব্যাপারে গভীর সতর্কতায় রয়েছে। চলমান সঙ্কট সমাধান কল্পে যুক্তরাষ্ট্র- উত্তর কোরিয়াকে যুদ্ধাবস্থা থেকে সরে এসে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন।
মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বে একটি স্টাইক গ্রুপ কোরিয় উপদ্বীপের কাছাকাছি অবস্থান নেয়ার জন্য ছুটে চলেছে। পিয়ংইয়ং নতুন করে পরমাণু পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে দেশটির ওপর হামলার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। সূত্র: বিবিসি , সিএনএন।