আখাউড়ায় মসজিদে তওবা পড়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় মসজিদে তওবা পড়ে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করলেন ৬ মাদক ব্যবসায়ী। পৌরশহরের তারাগন দরবার শরীফ মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর তওবা পড়েন তারা। শপথ করেন জীবনে আর কোনদিন মাদক ব্যবসা করবেন না। তারা অতীত অপকর্মের জন্য উপস্থিত মুসল্লিসহ গ্রামবাসীর নিকট ক্ষমা চান। তওবা করা মাদক ব্যবসায়ীরা হলো তারাগনের (১) কানা মানিক (২) দুলাল মিয়া (৩) রিপন মিয়া (৪) পিছন মিয়া (৫) হাতিম মিয়া ও (৬) বাছির মিয়া। তওবা পাঠ করান মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। পরে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় তাদের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, গত কিছুদিন ধরে আখাউড়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করছে পুলিশ। এক মাসে প্রায় একশ সন্দেহভাজন মাদককারবারী, মাদকসেবী ও সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এছাড়া ৭/৮ মাসের ব্যবধানে বন্দুকযুদ্ধে আখাউড়া ও পার্শ্ববর্তী উপজেলায় ৩ মাদককারবারী নিহত হওয়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে ভিতির সৃষ্টি করে। এসব ‘বন্দুকযুদ্ধ’ এবং পুলিশের আকস্মিক মাদক বিরোধী অভিযানের কারণে মাদককারবারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে উপজেলার প্রায় অর্ধশত সন্দেহভাজন মাদককারবারী গা ঢাকা দেয়। কমে গেছে মাদক সেবীদের আনাগোনা। এরই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা মাদক ছেড়ে সঠিক পথে ফিরে আসার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছে।
আখাউড়া মাদক বিরোধী আন্দোলনের মুখপাত্র সৈয়দ তানবীর শাহ্ বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেছে তাদেরকে সাধুবাদ জানাই। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকমুক্ত আখাউড়া গড়ার বিকল্প নাই।