শিগগিরই চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মেনন
---
নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যে বিমান লোকসান দিয়ে আসছিল, তিনি দায়িত্ব নেয়ার পর সে বাংলাদশ বিমান লাভের মুখ দেখছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে এ জেলাকে প্রাথমিক গুরুত্ব দিয়ে শিবগঞ্জ পুরাতন বিমানবন্দরটি নতুন করে চালু করা হবে। মঙ্গলবার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরটি পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মানুষ অনেক দূরের পথ কম সময়ে অতিক্রম করতে বিমানকে ব্যবহার করছে। তাই সেদিকে বিবেচনা করে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
এতে অন্যদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী(এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।