শিগগিরই চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মেনন
---
নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যে বিমান লোকসান দিয়ে আসছিল, তিনি দায়িত্ব নেয়ার পর সে বাংলাদশ বিমান লাভের মুখ দেখছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে এ জেলাকে প্রাথমিক গুরুত্ব দিয়ে শিবগঞ্জ পুরাতন বিমানবন্দরটি নতুন করে চালু করা হবে। মঙ্গলবার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরটি পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মানুষ অনেক দূরের পথ কম সময়ে অতিক্রম করতে বিমানকে ব্যবহার করছে। তাই সেদিকে বিবেচনা করে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
এতে অন্যদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী(এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
        
 পশ্চিমবঙ্গে পৈতৃক ভিটায় গিয়ে তিস্তার পানি চাইলেন এরশাদ
পশ্চিমবঙ্গে পৈতৃক ভিটায় গিয়ে তিস্তার পানি চাইলেন এরশাদ
                 ৫৮টি দল নিয়ে এরশাদের নতুন জোট
৫৮টি দল নিয়ে এরশাদের নতুন জোট
                
