শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদক পাচার থামছে না : জেলার শীর্ষ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৭
news-image

---

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : সীমান্তবর্তী অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন জেলার সীমান্ত পথ দিয়ে ঢুকছে মাদক। কোন ভাবেই যেন মাদক পাচার থামছে না। বিশেষ করে বিজয়নগরের অন্তত ১০/১২ টি স্পট দিয়ে হরহামেশাই ঢুকছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদক। গত এক সপ্তাহে শুধু বিজয়নগর থেকেই ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এর মধ্যে আজ শুক্রবার র‌্যাব-১৪ এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনিস ও ফরহানকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসগড়কের বিজয়নগর উপজেলার চান্দুর থেকে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ভৈরব র‌্যাব ১৪ এর কমান্ডিং অফিসার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, এসব মাদক সীমান্ত থেকে পচার করে কিশোগঞ্জে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্ততি চলছে।

 

এ জাতীয় আরও খবর