শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিউজ ডেস্ক : বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রাযের বিরুদ্ধে আপিল শুনানিতে সহায়তার জন্য বিশিষ্ট ১২ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসাবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আাপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমরা সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নিয়োগ দিন।

এইক সঙ্গে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগপ্রাপ্ত ১২ আইনজীবী হচ্ছেন-ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আজমালুল কিউসি, ব্যারিষ্টার রফিক উল হক, আবদুল ওয়াদুদ ভূইয়া, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, বিচারপতি টি এইচ খান, এম আই ফারুকী, ব্যারিস্টার শফিক আহমেদ, এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল।

এ জাতীয় আরও খবর