শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

শিরোপার জন্য তৃষ্ণার্ত নেইমাররা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৭

স্পোর্টস ডেস্ক :এবারের লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ২১ ম্যাচে ৪৫। এদিকে শিরোপা পুনরুদ্ধারের পথে রিয়াল মাদ্রিদও ছুটছে দারুনভাবে। দুই ম্যাচ কম খেলেও বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে রয়েছে জিনেদিন জিদানের শির্ষ্যরা। তবে বার্সেলোনার ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেইমার আশা ছাড়ছেন না। গত মৌসুমে শেষ দিকে জমে ওঠা লড়াইয়ের কথা ভেবে আরও আশাবাদী হয়ে উঠছেন তিনি।

রেড বুলকে দেওয়া সাক্ষাৎকারে লা লিগাকে বিশ্বের সেরা লিগ বলে দাবি করেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড জানালেন, “আমি জানি, এটা একটু কঠিন কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। গত বছর দ্বিতীয় স্থানে থাকাদের চেয়ে (এক সময়) ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম এবং যদি আমি ভুল না করে থাকি, তাহলে সেবার আমরা এক বা দুই পয়েন্টের ব্যবধানে জিতেছিলাম। ”

এরপর তিনি আরও বললেন, “এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে; যেকোনো কিছুই হতে পারে। … আমরা শিরোপার জন্য তৃষ্ণার্ত এবং আমরা এটা জয়ের জন্য চেষ্টা করবো। ”